সারাদেশ

মৌলভীবাজারে বোরোর বাম্পার ফলন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার চার উপজেলা রাজনগর,কুলাউড়া, জুড়ী ও বড়লেখার বিস্তৃর্ণ এলাকা জুড়ে হাকালুকি হাওরে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। বড় কোন প্রাকৃতিক দুর্যোগের আগেই এক সপ্তাহ ধরে কৃষকরা বোরো ধান কাটা শুরু করেছে। আগাম বন্যা ও শিলাবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের আশংকায় দ্রুত সময়ের মধ্যে ধান কাটা শেষ করতে কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়েছে।

সোমবার ১৯ এপ্রিল হাওরের বিভিন্ন বোরো ধানের মাঠ পরিদর্শন করে কৃষকদের ধান কাটায় উদ্বুদ্ধ করেছেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার প্রমুখ। ইতিপূর্বে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুৎফুল বারী জেলার বিভিন্ন হাওর পরিদর্শন করে কৃষকদের দ্রুত সময়ে বোরো ধান কাটতে পরামর্শ দিয়েছেন।

বড়লেখা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৪ হাজার ৯শ’ ৩০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্টিক টন। সিংহভাগ বোরো আবাদ হয়েছে হাকালুকি হাওরপাড়ের তালিমপুর, বর্ণি ও সুজানগর ইউনিয়ন এলাকায়।

আবহাওয়া অনুকুল থাকার কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। হাকালুকি পাড়ের তালিমপুর ইউনিয়নের দশনা ব্রীজ এলাকায় গিয়ে দেখা গেছে কৃষকরা ধান কাটছেন। কৃষক নুর হোসেন, পাখি মিয়া, রমাকান্ত বিশ্বাস, নুরুল ইসলাম জানান, গত ৫ বছরের মধ্যে এবার তাদের বোরোর ফলন ভালো হয়েছে। ২৯ ব্রি ধান কাটা শুরু করেছেন। প্রথম দিকে খরায় কিছুটা ক্ষতি করলেও শেষ দিকের বৃষ্টিতে ধানের বেশ উপকার হয়েছে।

দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক গরম হাওয়ায় ধান নষ্ট হওয়ার খবর পাওয়া গেলেও হাকালুকি হাওরপাড়ের বোরো ধান নষ্ট হয়নি। চিটার পরিমানও কম। সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেদুজ্জামান বিন হাফিজ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ ক্ষেতে গিয়ে তাদেরকে দ্রুত ধান কাটা সম্পন্ন করতে উদ্বুদ্ধ করেছেন ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার জানান, গত এক সপ্তাহ ধরে বোরো ধান কাটা শুরু হয়েছে। ভাল ফলন হওয়ায় কৃষকরা অত্যন্ত খুশি। দুর্যোগের আশংকা থাকায় মাঠে গিয়ে কৃষকদের দ্রুত ধান কাটা শেষ করতে পরামর্শ দিয়েছি।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

বিটরুটের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : বিটরুট হচ্ছে এ...

শিব নারায়ণ দাস আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতী...

মানুষ এখন মাছ-মাংস নিয়ে চিন্তা করে

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিকভাবে...

ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জল...

কৃষক লীগকে গ্রামে নিয়ে যাওয়া ভালো

নিজস্ব প্রতিবেদক : কৃষক লীগকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রাম...

শেখ হাসিনার মতো নেতৃত্ব বিশ্বে বিরল

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপ...

দেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : দেশে গত কদিন ধরেই চলছে তীব্র দাবদাহ। এ অব...

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা