বিনোদন ডেস্ক: সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম ও তার ছোট ভাই মীর মারুফ ‘বাবু খাইছো?’ নামে মিউজিক ভিডিও বের করে গত বছরের সেপ্টেম্বরে। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরালও হয়েছিল।
এবার এই দুই ভাই ‘বাবু খাইছো?’ এর দ্বিতীয় কিস্তি বের করলেন ‘বাবু পরছো?’ শিরোনামে। গানের ধরণ একই হলেও এর বার্তাটি একেবারেই ভিন্ন। তাই ঈগল মিউজিকের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়াটার এইড বাংলাদেশ। গত ১৩ ফেব্রুয়ারি এটি প্রকাশ পায়।
করোনা মহামারি নিয়ে সচেতনতা বাড়াতেই ‘বাবু পরছো?’ গানটি বের করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এতে মূলত মাস্ক পরার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার বিষয়টিও উঠে এসেছে।
মীর ভ্রাতৃদ্বয়ের সঙ্গে নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন নাশা। দুই ভাইয়ের যৌথ সংগীতায়োজনে এর কথা লিখেছেন মারুফ নিজেই। গানটি রেকর্ড হয়েছে গায়েনবাড়ি স্টুডিওতে। আর ঈগল টিমের তত্ত্বাবধায়নে এর ভিডিওতে অংশ নিয়েছেন আফজাল সুজন, জাহির আলভি, তারেক তানজ, ফাহাদ, ফিরোজ আল মামুন, অন্তরা, সুবাহ, রাবিনা ও শ্রেয়া।
সান নিউজ/এসএস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.