সারাদেশ

মাধবপুরে বিদ্রোহী প্রার্থীতে ভরাডুবি হতে পারে আ.লীগের

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগের প্রবেশদ্বারখ্যাত হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার নির্বাচন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় ৫ম বারের নির্বাচন হতে যাচ্ছে। এরপূর্বে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছে। তাই পৌরসভাটি আওয়ামী লীগের দূর্গ বলে পরিচিতি লাভ করেছে।

কিন্তু এবারের নির্বাচনে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীর কারণে দূর্গে ভরাডুবি হতে পারে আওয়ামী লীগ প্রার্থীর।

আট বর্গকিলোমিটার আয়তনের পৌরসভায় প্রায় ৫০ হাজার জনগণের বসবাস। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় ভোটার রয়েছে ১৫ হাজার ৯৮৭জন। যার মধ্যে পুরুষ ৮ হাজার ১০৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৮৮০ জন।

নির্বাচনে মেয়র পদে-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত (নৌকা), হাবিবুর রহমান মানিক (ধানের শীষ), আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) পংকজ কুমার সাহা (নারকেল গাছ), ও আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম(জগ) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।

এছাড়াও নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিদ্রোহী প্রার্থীদের কারণে কোণঠাসা হয়ে পড়েছেন। দলের অধিকাংশ নেতাকর্মী তার সঙ্গে নেই। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান ও উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠানসহ যুবলীগের কিছু নেতাকর্মীকে দেখা গেলেও তারা অনেকটাই দায়সাড়াভাবে দায়িত্ব পালন করছেন। তারাই আবার বিদ্রোহীদের ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও সম্প্রতি আওয়ামী লীগ প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়ের সঙ্গে অসদাচরণ করায় ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আওযামী লীগ প্রার্থীর জয়ে সবচেয়ে পথের কাঁটা হয়ে দাড়িয়েছে বর্তমান মেয়র হীরেন্দ্র লাল সাহার জনপ্রিয়তা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, একাধিকবার নির্বাচিত সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম (জগ প্রতীক) মাঠে নেমেছেন।

এ সময়ের তুমুল জনপ্রিয় এই নেতার আগের অবস্থা নেই। তবে উপজেলা ও পৌর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার সঙ্গে কাজ করছেন।

আওয়ামী লীগের দূর্গে আঘাত হানতে প্রস্তুত ঘরের ছেলে বর্তমান মেয়র হীরেন্দ্র লাল সাহার ছোট ভাই পৌর আওয়ামী লীগ সদস্য ব্যবসায়ী পংকজ কুমার সাহা (নারকেল গাছ প্রতীক) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বড় ভাইয়ের জনপ্রিয়তা আর নিজের ক্লিন ইমেজ নিয়ে নির্বাচনে চমক দেখাতে পারেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী।

বিদ্রোহীসহ ৩ জন আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে বিএনপি’র একক প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।

পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর বিএনপি কখনো বিজয়ী হতে পারেনি। তাই এবার আওয়ামী লীগের বিদ্রোহের সুযোগ নিয়ে বিজয়ী হতে উঠে পড়ে লেগেছে।

তবে সাধারণ ভোটারদের ধারণা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়রের ছোট ভাই পংকজ কুমার সাহা ও বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিকের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

সান নিউজ/এফসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাস চাপায় চুয়েট...

রাজধানীতে শিক্ষার্থীর আতহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্...

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে তিন...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা