নিজস্ব প্রতিবেদক : প্রথমদিকে অগ্রাধিকার তালিকার বাইরের কেউ করোনার ভ্যাকসিন পেতে চাইলে তাকেেআগে থেকেই ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে । এ রেজিস্ট্রেশন অনলাইন এবং সরাসরি দু’ভাবেই করা যাবে।
সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।
ব্রিফিংয়ে বলা হয়, নিবন্ধনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র। তাছাড়া নিবন্ধন প্রক্রিয়া সম্ভব নয়। কারণ জাতীয় পরিচয়পত্র ভ্যাকসিন গ্রহণকারীর বয়স যাচাই করা হবে। একইসঙ্গে ভাকসিন নেয়ার পর সনদ দেয়া হবে।
এতে আরও বলা হয়, ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে আসবে। এর দুইদিন পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়ার হাউস থেকে তা বিভিন্ন জেলায় পাঠানো হবে।
জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ভ্যাকসিন দেয়ার জন্য আলাদা টিম গঠন করা হচ্ছে। এছাড়া কয়েকটি বিশেষায়িত হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যাবে।
সান নিউজ/এস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.