নিজস্ব প্রতিবেদক : আওয়মী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। এখনো দেশকে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনতে সাম্প্রদায়িক গোষ্ঠ পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে দুর্গ গড়ে তুলতে হবে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাষা দিবস আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, ২১ থেকে ৭১ একই সূত্রে গাঁথা। ২১ এর পথ ধরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাাদেশ পেয়েছি। কিন্তু স্বাধীনতা পেলেও এই বিজয়কে সুসংগঠিত করতে পারিনি।
তিনি আরও বলেন, স্বাথীনতার অর্জনকে সুসংগঠিত করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িককার বিষদাতকে উপরে ফেলে দিতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনারবাংলা প্রতিষ্ঠা করা যাবে।
সান নিউজ/এম
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.