আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৬ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ২০ হাজার ৯৯৩।

করোনায় সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৮৪১ জনের। তবে করোনা থেকে সুস্থতার হারও অনেক। আক্রান্তদের মধ্যে ৪ কোটি ২০ লাখ ৩২ হাজার ১০৪ জন ইতোমধ্যেই সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

করোনার প্রাদুর্ভাবের প্রায় এক বছর হয়ে এলো। এর মধ্যেই বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে নতুন করে একদিনে প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ কেড়েছে করোনা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৯ জনের মৃত্যু হয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

ওই পরিসংখ্যান বলছে, দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। অপরদিকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৮০। এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫০ লাখ ৬৪ হাজার ৪৬৩। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২৪ হাজার ১৫০ জন।

এদিকে, সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ৬৬ হাজার ৭০৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৮৬ লাখ ৭৯ হাজার ১৩৮ জন।

অপরদিকে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৬৬ হাজার ৮৯৮। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৭০ হাজার ৭৯৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ১২ হাজার ৮৪৭ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৭০ হাজার ৯৭ জন। এর মধ্যে মারা গেছে ৫০ হাজার ৬১৮ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৫৫২ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৫০৩। এর মধ্যে মারা গেছে ৩৭ হাজার ৫৩৮ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৬ লাখ ৬০ হাজার ৪১৯ জন।

স্পেনে এখন পর্যন্ত মোট সংক্রমণ ১৬ লাখ ২২ হাজার ৬৩২। এর মধ্যে মারা গেছে ৪৪ হাজার ৩৭ জন। অপরদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৭ জন এবং মারা গেছে ৫৬ হাজার ৫৩৩ জন।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৮০ হাজার ৮৭৪ জন। দেশটিতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫২ হাজার ২৮ জনের। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৩৭ হাজার ১৪৯ জন।

আর্জেন্টিনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ৩৮৮। এর মধ্যে মারা গেছে ৩৭ হাজার ৭১৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ১৭ হাজার ২৮৪ জন। অপরদিকে কলোম্বিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৯৯১। এর মধ্যে মারা গেছে ৩৫ হাজার ৮৬০ জন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। স...

বিটরুটের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : বিটরুট হচ্ছে এ...

শিব নারায়ণ দাস আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতী...

ধানের দাম নির্ধারণ করা হবে

নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম...

সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি পররাষ্ট্...

নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অব...

তাপপ্রবাহ থাকবে আরও ৩ দিন 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

শওকত আলী’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা