সারাদেশ

বরিশালে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। এসময় ১২২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত এবং করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। যা গত কয়েক মাসে সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যু।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া একজন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের সৈয়দ আলী বেপারীর ছিলে মো. আবদুল খালেক (৬৬)। তিনি মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়া আরেকজন বরিশাল নগরীর আমতলার মোড় এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন (৭২)। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অপরজন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে মাহাবুব হোসেন (৫৫)। তিনি ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়াও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ।

তিনি বলেন, ‘বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্তের শীর্ষে রয়েছে বরিশাল জেলা। এখানে ৪৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এরপর ভোলায় ৩৯ জন, ঝালকাঠিতে ১৫ জন, পিরোজপুরে ১৩ জন, পটুয়াখালীতে চারজন এবং বরগুনা জেলায় চারজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।

ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, ‘বিভাগের মধ্যে বরিশাল জেলা পূর্বের ন্যায় সংক্রমণের শীর্ষে রয়েছে। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাব থাকতেই সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরাকে অভ্যাসে পরিণত করার পরামর্শ দিয়েছেন তিনি।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

স্বাধীনতা দিবস ছাত্রলীগের ইফতার বিতরণ 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি:...

ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভার বৈ...

পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে এক শিশুর...

ভারতের পণ্য বর্জনে সরকার এত বিচলিত কেন?

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শ...

দেশে বছরে অকাল মৃত্যু পৌনে ৩ লাখ 

নিজস্ব প্রতিবেদক: দূষণের কারণে বা...

বাগদান সারলেন অদিতি-সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় তারকা অভিনেত্রী অদিতি রাও হায়দা...

আলুর দাম বাড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: গত বছরের চেয়ে এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা