স্পোর্টস ডেস্ক : ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন দল পোল্যান্ড।
রোববার (২৮ মার্চ) রাজধানীর পল্টনের ভলিবল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্বাগতিকদের। তাই প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চান বাংলাদেশের ভারতীয় কোচ সাজুরাম গয়াত।
তিনি বলেন, ‘আমাদের দলে রয়েছে তুহিন তরফদার, জিয়াউর রহমান ও আরদুজ্জামান মুন্সির মতো অভিজ্ঞ খেলোয়াড়। এছাড়া তিনজন নতুন খেলোয়াড় আছে যারা প্রথমবারের মতো জাতীয় দলে খেলবে। সব মিলিয়ে আমরা যে করেই হোক চাইব শিরোপা ধরে রাখতে।
টুর্নামেন্টকে সামনে রেখে সকাল-বিকেল অনুশীলন করেছে লাল-সবুজরা। বাংলাদেশের অধিনায়ক তুহিনও কোচের মতো আত্মবিশ্বাসী।
তিনি বলেন, ‘ভারতীয় কোচের পাশাপাশি দেশের চারজন সিনিয়র কোচের অধীনে আমরা এই আসরের জন্য প্রস্তুতি নিয়েছি। ২০১৬ সালে বিশ্বকাপে পোল্যান্ডের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তাদের সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আশা করছি তাদের হারিয়ে মিশন শুরু করতে পারব।’
সবশেষ ২০১৯ নেপাল এসএ গেমসে ভালো করতে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতে সেই আক্ষেপ ঘোচাতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের বাকি দলগুলো হলো, কেনিয়া, শ্রীলঙ্কা ও নেপাল।
সান নিউজ/এসএ
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.