ফ্যাশন

ফ্যাশনের জগতে জুতা

সান নিউজ ডেস্ক : জুতা কিংবা স্যান্ডেল, নিত্যদিনের সবচেয়ে প্রয়োজনীয় সঙ্গী। শহরাঞ্চলে জুতা ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। বয়স,দেশ, কাল, ভেদে জুতার রয়েছে বাহারি ডিজাইন। জুতা বা জুতার উদ্ভাবন হয়েছিল মূলত মানুষের পা-এর নিরাপত্তা বিধানের জন্য, তবে এখন তা কেবল মাত্র নিরাপত্তাই জোগায় না, বরং এটি সজ্জারও একটি অংশকে বোজায়।

তারুণ্যের ফ্যাশনকে প্রাধান্য দিয়েও এসেছে অনেক পরিবর্তন। অফিসিয়াল সু’র পাশাপাশি রয়েছে ক্যাজুয়াল জুতা। কেডস এবং বুটের আদলে তৈরি হচ্ছে এসব, যা আপনার স্মার্ট লুককে ধরে রাখবে। তবে প্রতিনিয়ত নতুন ডিজাইন আসছে। জুতা এবং স্যান্ডেলের দাম নির্ভর করে ডিজাইন, ব্যবহার ম্যাটেরিয়াল এবং পণ্যের গুণগত মানের ওপর। লিবার্টি, বাটা, গ্যালারি এ্যাপেক্স, জেনিস, হাস পাপিজ, স্পার্ক গিয়ারের মতো বড় ব্র্যান্ডগুলোও তরুণ-তরুণীদের জন্য নিয়ে এসেছে দারুণ সব জুতার কালেকশন। তা ছাড়া এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং মলে নান্দনিক ডিজাইনের সব জুতার কালেকশন রয়েছে।

কিছু পরামর্শ : শখের জুতা-স্যান্ডেলের যত্ন নিন। আর টিকিয়ে রাখুন অনেক দিন।

১। পা ও কাজের ধরন বুঝে জুতা নির্বাচন করা উচিত। এর ফলে কাজ খুব সহজে ও আরামে সম্পন্ন করা যায়।

২। কাপড়ের জুতা, স্যান্ডেল : কাপড়ের জুতা স্যান্ডেল শীতের সময় বেশি পরা হয়। তাই ধুলাবালি বেশি জমে যায়। কাপড়ের জুতা ময়লা হলে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে ধুয়ে রোদে শুকালেই পরিষ্কার হয়ে যায়। রাখার সময় পলিথিনে ভরে রাখুন। তাহলে অনেক দিন ভালো থাকবে।

৩। সবসময় ব্যবহারের জন্য যে জুতা গুছিয়ে রাখবেন সেটি পরিষ্কার করার পর খোলা জায়গায় না রেখে কাগজ অথবা কাঠের বক্সের ভেতর রাখুন। এতে জুতা ধুলাবালি ও আর্দ্রতা থেকে রক্ষা পাবে।

৪। চামড়ার জুতা-স্যান্ডেল বদ্ধ জায়গায় না রাখাই ভালো। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে ভালো থাকবে বেশি দিন।

৫। চামড়ার জুতা সরাসরি রোদে রাখবেন না। এতে চামড়া খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৬। জুতার কালির সঙ্গে যে কোনো পেট্রোলিয়াম জেলি মিশিয়ে তারপর কালি করুন। এতে জুতা বেশিদিন ভালো থাকবে আর বর্ষায় পানি লাগলে জুতার খুব বেশি ক্ষতি হবে না।

৭। অনেক সময় জুতা থেকে বিশ্রী গন্ধ বের হয়। দুর্গন্ধ কমাতে জুতার মধ্যে পারফিউম স্প্রে করতে পারেন, গন্ধ চলে যাবে।

৮। জুতা কোনোভাবে ভিজে গেলে, বাড়ি ফিরে যেখানে-সেখানে ফেলে রাখবেন না। যতই ক্লান্ত থাকুন না কেন একটু সময় করে জুতায় লেগে থাকা কাদা ও নোংরা পরিষ্কার করে ফেলুন। তা না হলে ময়লাটা জুতায় শক্ত হয়ে জেঁকে বসবে। আর তা থেকে আপনার পায়ে ইনফেকশনও হতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ...

কাতারের সঙ্গে ১০ চুক্তি-সমঝোতা সই 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও কাতা...

চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার চ...

দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : দেশবিরোধী একটি...

কাতারের আমির-প্রধানমন্ত্রীর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: কাতারের আমির শে...

জিবুতি উপকূলে নৌকাডুবি, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরের উপকূলে অভিবাসীদের বহনকারী এক...

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর...

চতুর্থ ধাপের ভোটগ্রহণ ৫ জুন

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা