ফাইল ছবি
আন্তর্জাতিক

ফরাসি বিমান হামলায় মালিতে নিহত ১৯

আন্তর্জাতিক : আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে এক বিয়ে অনুষ্ঠানে ফ্রান্সের বিমান হামলায় ১৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত জানুয়ারি মাসে এই হামলা চালানো হয়েছিল বলে সংস্থাটির তদন্তকারীরা জানিয়েছেন। তবে জাতিসংঘের এই বক্তব্য অস্বীকার করেছে ফ্রান্স। দেশটির দাবি- মালিতে কেবল বিদ্রোহী যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারির ৩ তারিখে মালির মোপতি অঞ্চলের বাউন্তি নামের একটি দুর্গম গ্রামে যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালায় ফ্রান্সের সামরিক বাহিনী। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে সেই বিমান হামলা চালানো হয়েছিল এবং সেখানে কেবল বেসামরিক মানুষজনই উপস্থিত ছিলেন।

তবে ফ্রান্সের সামরিক বাহিনীর দাবি, আকাশ থেকে নজরদারি চালানোর সময় ওই স্থানে ৩০ জন ‘বিদ্রোহী যোদ্ধাকে’ চিহ্নিত করা হয়। এছাড়া সেদিন ওই গ্রামে বিয়ের কোনো অনুষ্ঠান ছিল না বলেও দাবি করে দেশটি।

মালিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিভাগ ‘এমআইএনইউএসএমএ’ মঙ্গলবার (৩০ মার্চ) জানিয়েছে, জানুয়ারির ৩ তারিখে হামলা হওয়া সেই বাউন্তি গ্রামটি তারা পরিদর্শন করেছেন। সেখানে স্যাটেলাইট থেকে নেওয়া ছবি তারা বিশ্লেষণ করেছেন এবং ৪০০ জনেরও বেশি মানুষের সঙ্গে কথা বলেছেন। এরমধ্যে একক ভাবে মুখোমুখি বসে ১১৫ জনের সঙ্গে কথা বলেছে সংস্থাটি।

মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত রিপোর্টে বলা হয়, ‘বিমান হামলা চালানোর স্থানটিতে ঘটনার দিন বিয়ের অনুষ্ঠান চলছিল। যার কারণে সেখানে প্রায় ১০০ জন মানুষ উপস্থিত ছিলেন।’

রিপোর্টে আরও বলা হয়, হামলায় ১৯ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৬ জন বেসামরিক নাগরিক ও ৩ জন অস্ত্রধারী ব্যক্তি ছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে গত ২৫ মার্চ মালির উত্তরাঞ্চলে ভুল বিমান হামলা চালিয়ে ফরাসি সামরিক বাহিনী ৬ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে দেশটির কর্মকর্তারা। তবে ফ্রান্সের দাবি, তারা সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা পরিচালনা করছে। সূত্র: আলজাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা

ভোলা প্রতিনিধি: ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট ব...

সম্মিলনী বিদ্যালয়ের সভাপতি ফিরোজ আহমেদ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদর ইউনিয়...

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : দেশে তাপপ্রবাহ বাড়ছে। আর এই গরমে সবচেয়ে ব...

বাংলাদেশ স্কাউট দিবস ২০২৪ পালিত

নিজস্ব প্রতিবেদক : আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্...

ভাসানচরে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যা...

কৃষক লীগকে গ্রামে নিয়ে যাওয়া ভালো

নিজস্ব প্রতিবেদক : কৃষক লীগকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রাম...

শেখ হাসিনার মতো নেতৃত্ব বিশ্বে বিরল

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপ...

দেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : দেশে গত কদিন ধরেই চলছে তীব্র দাবদাহ। এ অব...

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা