সাংস্কৃতিক প্রতিবেদক : স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ২০টি মৌলিক গানের অডিও-ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।
স্বপ্নের পথে হেঁটে হেঁটে, যতকাল রবে পদ্মা মেঘনা, একটি আঙুল আকাশ ছুঁয়ে বজ্রবাণী হাঁকে, মুজিবের খুনে, কে বলে তুমি শুয়ে আছো, একবার তুমি আসবেই ফিরে, ও আমার জাতির পিতা, স্বাধীন বাংলাদেশ জুড়ে, এক মুজিব লোকান্তরে, আমি বঙ্গবন্ধুর স্বপ্নের, মুজিব তোমার শুনছি ভাষণ এরকম আবেগঘন ও হৃদয়ছোঁয়া ২০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই অ্যালবামটির গানগুলো লিখেছেন- কবি আখতার হুসেন, কবি নাসির আহমেদ, মাহমুদ সেলিম, বিশ্বজিৎ রায়, শাহীন সরদার, ফেরদৌস হোসেন ভূঁইয়া, তপন বাগচী, পীযুষ কান্তি বড়ুয়া, নারায়ণ চন্দ্র শীল, পাশা মোস্তফা কামাল ও খায়রুল ওয়াসী।
কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম, মাহমুদ সেলিম, জেরীন তাবাসসুম হক, অনিকেত আচার্য, আসিফ ইকবাল সৌরভ ও মৌমিতা মমি, বিশ্বজিৎ রায়, আবুবকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ,সঞ্জয় কবিরাজ, প্রিয়াংকা বিশ্বাস, বর্ণালী সরকার, সুস্মিতা সাহা, মাহমুদুল হাসান, চম্পা বণিক, পীযুষ কান্তি বড়ুয়া, নারায়ণ চন্দ্র শীল, গোলাম মোস্তফা, অনুপমা মুক্তি, রুমানা ইসলাম, ছন্দা চক্রবর্তী, রওনাক জাহান বুবলী, খায়রুল ওয়াসী ও অভিজিৎ দে।
সান নিউজ/এইচএস/এস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.