সারাদেশ

পৌর নির্বাচনে পঞ্চম দফায় মেয়র হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ২৯ পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছে। সারা দেশে প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত তুলে ধরা হলো :-

বগুড়া : বগুড়া পৌরসভায় মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮২ হাজার ২১৭ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট।

রংপুর : রংপুরের বিড়ি শিল্পনগরী কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর নির্বাচনে আওয়ামীলীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ (নারিকেল গাছ) বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এরশাদুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি ১৭ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র হাকিবুর রহমান। তিনি পেয়েছেন ৭ হাজার ১৭৩ ভোট।

জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা নিবার্চনে আওয়ামী লীগ মনোনিত মির্জা গোলাম কিবরিয়া কবির (নৌকা)১৩,৩৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনিত মো. আব্দুল গফুর (ধানের শীষ) পেয়েছেন ১০৬৩ ভোট ।

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার মেয়র পদে হাজী আব্দুল লতিফ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে ১২৮৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোস্তফা কামাল পেয়েছেন ৩৯৭৯ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফারুক হোসেন মিয়াজী পেয়েছেন ২৯৮০ ভোট।

চাঁদপুর : পৌরসভা নির্বাচনে মতলব পৌরসভার মেয়র পদে আবারো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন নৌকা প্রতীক নিয়ে ২০ হাজার ৬শ ৯৪ ভোট পেয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক বাদল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯শ ৭৯ ভোট।

মাদারীপুর : রবিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় পৌরসভার নির্বাচন মাদারীপুরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান জানান, নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান মেয়র খালিদ হোসেন ইয়াদ পুনরায় (৩য় বার) মেয়র নির্বাচিত হয়েছেন।

জামালপুর : জামালপুর জেলার ইসলামপুর পৌরসভায় নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী মো. আব্দুল কাদের সেখ (নৌকা প্রতীক) নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৪ হাজার ১৯১ ভোট। আব্দুল কাদের শেখ তিনি টানা মেয়র তৃতীয়বারের ন্যায় নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) মো. রেজাউল করিম ঢ়ালী তিনি পেয়েছেন ৩হাজার ৮৫১ ভোট।

জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ মো.ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ প্রতীক) নিয়ে ভোট পেয়েছেন ২হাজার ১৫৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) মুফতি মো. মোস্তফা কামাল পেয়েছেন ৬০১ ভোট।

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস.এম রবীন হোসেন নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র হিসেবে জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে রবিন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মো. লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫টি ভোট।

ময়মনসিংহ : নান্দাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: রফিক উদ্দিন ভূঁইয়া ১০ হাজার ৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী এ. এফ. এম আজিজুল ইসলাম পিকুল ৬ হাজার ৭শ ৪৯ ভোট পেযেছেন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস নায়ার কবির। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫শ ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক ভুঁইয়া মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩শ ৬১ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকে মো. জহিরুল হক খোকন পেয়েছেন ৮ হাজার ১৩২ভোট।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা