বিনোদন

নেটফ্লিক্সের ১৭০০ কোটি টাকার সিনেমায় ধানুশ

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ধানুশ। নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘দ্য গ্রে ম্যান’ নামের এই সিনেমা পরিচালনা করবেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুশো ব্রাদার্স অর্থাৎ অ্যান্থনি ও জোসেফ রুশো।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ক্রিস ইভান্স, রায়ান গসলিং ও অ্যানা ডি আর্মাসের মতো তারকা অভিনয়শিল্পী। এছাড়াও থাকছেন— জেসিকা হ্যানউইক, ওয়াগনার মৌরা ও জুলিয়া বাটলার।মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের খবরটি জানিয়ে এক বিবৃতিতে ধানুশ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, নেটফ্লিক্সের দ্য গ্রে ম্যান সিনেমার টিমে যোগ দিচ্ছি।

এতে অভিনয় করছেন রায়ান গসলিং ও ক্রিস ইভান্স এবং পরিচালনা করছেন রুশো ব্রাদার্স (অ্যাভেঞ্জার্স, ক্যাপটেন আমেরিকা: উইন্টার সোলজার)। তিনি আরো লিখেছেন, ‘এরকম অসাধারণ একটি অ্যাকশনে ভরপুর সিনেমার অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছি। বিগত বছরগুলো যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন এজন্য বিশ্বের সবপ্রান্তে থাকা আমার সকল ভক্তদের ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা।’

তবে আন্তর্জাতিক সিনেমায় ধানুশের অভিনয় এবারই প্রথম নয়। এর আগে ইংরেজি ভাষায় ফরাসি ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব দ্য ফকির’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। জানা গেছে, সিনেমাটির বাজেট প্রায় ২০০ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকা। মার্ক গ্রিনির উপন্যাস অবলম্বনে এটি তৈরি হবে। এর মাধ্যমে নতুন একটি ফ্র্যাঞ্চাইজির সূচনা করবেন রুশো ব্রাদার্স।

সিনেমাটি প্রসঙ্গে অ্যান্থনি রুশো ডেডলাইনকে বলেন, ‘সিনেমাটি দুজন অসাধারণ অভিনেতার মধ্যে দ্বন্দ্ব নিয়ে। তারা দুটি আলাদা সিআইএ ভার্সনের প্রতিনিধিত্ব করেন। যারা ক্যাপটেন আমেরিকার ভক্ত, এবার তারা আরো যুদ্ধের দৃশ্য দেখতে পাবেন।’

জো রুশো বলেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজি ও নতুন জগত তৈরির পরিকল্পনা করছি। এর মূলে থাকবেন রায়ান গসলিং। আমরা প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এবং আশা করছি দ্বিতীয়টিও তৈরি করব। প্রশিক্ষিত একজন অ্যাসাসিন নিয়ে সিনেমার গল্প। এতে দেখা যাবে, ইভান্স সিআইএ প্রতিনিধি হয়ে গসলিংয়ের চরিত্রটিকে খুঁজতে থাকেন।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ...

কাতারের সঙ্গে ১০ চুক্তি-সমঝোতা সই 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও কাতা...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার চ...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা