আন্তর্জাতিক

নাম পাল্টেও টুইটারে ফিরতে পারলেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারে অ্যাকাউন্ট খুলতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টাও আটকে দিয়েছে সামাজিক যোগাযোগের সাইটটি।
ডিজেটিডেস্ক নামের অ্যাকাউন্টটি বৃহস্পতিবার সকালে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। বলা হয় নতুন এই অ্যাকাউন্টটি টুইটারের নিয়ম ভঙ্গ করেছে। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের রক্তক্ষয়ী সহিংসতার পর টুইটার তাকে নিষিদ্ধ করে।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটিতে তার প্রায় নয় কোটি ফলোয়ার ছিল। এছাড়া ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। কোনও রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

এরপর গত বুধবার খোলা হয় ডিজেটিডেস্ক নামের অ্যাকাউন্টটি। এর পরিচিতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের পক্ষ থেকে পোস্ট কপি করা হবে।

বলা হয় ডোনাল্ড জে ট্রাম্প নয় বরং তার ডেস্কের তরফ থেকে টুইট করা হবে। তবে বৃহস্পতিবার সেটি বাতিল করে দেওয়া হয়।

বিজনেস ইনসাইডারকে পাঠানো এক বিবৃতিতে টুইটারের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের নিষেধাজ্ঞা সম্প্রসারণ নীতিতে বলা আছে, বাতিল হওয়া অ্যাকাউন্টের পোস্ট অনুমোদন করা কিংবা সেই অ্যাকাউন্টের কন্টেন্ট প্রকাশ করতে চাওয়া অ্যাকাউন্টের বিরুদ্ধেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেবো।’

নিজের অ্যাকাউন্ট বাতিল হওয়ার পর ট্রাম্প আরও কয়েকটি অ্যাকাউন্ট থেকে টুইট পোস্ট করেন। তবে পরে সেগুলোও বাতিল করা হয়। তিনি প্রায়ই ইমেইল বিবৃতি পাঠান যেগুলো প্রায়ই টুইটের মতো শোনায়।

গত মাকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রেসিডেন্ট বলেন তিনি টুইটার মিস করছেন না। তার দাবি এটি খুবই বিরক্তিকর। এর চেয়ে তার বিবৃতিগুলোই বেশি মার্জিত।

গত মঙ্গলবার নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন ট্রাম্প। ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প নামের ওয়েবসাইটটির আওতায় নতুন টুইটার অ্যাকাউন্টটি চালু করা হয়। নতুন এই সাইটে তিনি টুইটের মতো বিবৃতি দিচ্ছেন যা তার অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ...

কাতারের সঙ্গে ১০ চুক্তি-সমঝোতা সই 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও কাতা...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

কক্সবাজারে দুই জেলের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চ...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা