পরিবেশ
বিজ্ঞান পরিবেশ

দুর্যোগের আগেই সরে পড়ে পিঁপড়া

সান নিউজ ডেস্ক: প্রযুক্তিতে অগ্রগামী মানুষদের ভূমিকম্পের ছোবল থেকে বাঁচাতে পারেনি অত্যাধুনিক যন্ত্রপাতি৷ তবে বিজ্ঞানীরা আশা করছেন, পিঁপড়ার গতিবিধি লক্ষ্য করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মাধ্যমে বাঁচানো যেতে পারে মানুষের জীবন৷

প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষও অসহায়৷ আর এগুলোর মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াচ্ছে৷ কারণ এটা এতো দ্রুত ঘটে যে ক্ষণিকের মধ্যেই সব লন্ডভন্ড করে দেয়৷ তাই বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভূমিকম্প আসার তথ্য আগেভাগে জানার জন্য৷

এই প্রচেষ্টার অংশ হিসেবে জার্মান বিজ্ঞানী উলরিশ শ্রাইবারের পর্যবেক্ষণ হচ্ছে, পিঁপড়া আগাম জানাতে পারে ভূমিকম্পের খবর৷ ভুমিকম্প বা বন্যার আগে পিঁপড়ারা গর্ত থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে সব পিঁপড়া নয়, বরং বিশেষ ধরণের লাল রঙের কাঠ পিঁপড়ারাই পারে এ ধরণের পূর্বাভাস দিতে৷

ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ শ্রাইবারের মতে, এই জাতের পিঁপড়াগুলো সাধারণত ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাসা বাঁধে৷ অর্থাৎ ভূনিম্নস্থ স্তরগুলোর সংযোগ স্থলের কাছাকাছি তথা ফাটলের নিকটতম এলাকায় এরা বাসা বাঁধে৷ তাঁর মতে, গভীর ভূস্তর থেকে উঠে আসা গ্যাস পিঁপড়ার বাসাগুলোকে উষ্ণ রাখে৷ ভূনিম্নস্থ প্লেটগুলোর ফাটলের কাছে পর্যাপ্ত মাত্রায় আর্দ্রতাও পায় তারা৷

জার্মানির পশ্চিমাঞ্চলের আইফেল অঞ্চলে দুই বছর ধরে পিঁপড়ার গতিবিধির উপর লক্ষ্য রাখছেন শ্রাইবার এবং তাঁর সহকর্মী গবেষকরা৷ আধুনিক ক্যামেরা বসিয়ে দিন-রাত সর্বক্ষণ পিঁপড়াদের চলাফেরার উপর নজর রাখছেন তাঁরা৷ বিজ্ঞানীরা দেখেছেন যে, কাছাকাছি কোথাও ভূকম্পন হলেও এর আগে বিচিত্র আচরণ দেখা গেছে পিঁপড়াগুলোর৷ এমনকি অস্বাভাবিকভাবে গভীর রাতেও তাদের চলাফেরা করতে দেখা গেছে৷ বাসা থেকে ভূমির উপরে বের হয়ে আসার হারেও দেখা গেছে পরিবর্তন৷ শ্রাইবার মনে করেন, নিচে থেকে বেশি পরিমাণে উঠে আসা গ্যাসের কারণে হয়তো পিঁপড়াদের এমন প্রতিক্রিয়া৷ আবার ভূকম্পনের ফলে সৃষ্ট বিদ্যুৎ-চুম্বকীয় প্রভাবের ফলেও এটা হতে পারে৷

এছাড়া গত দুই বছর আগে ইটালির লা'কিলা শহরে ভূমিকম্পের পর আবরুৎসো অঞ্চল পরিদর্শন করেন শ্রাইবার৷ সেখানেও তিনি নির্দিষ্ট ভূস্তরের সংযোগ স্থলে পিঁপড়ার বাসা দেখেছেন৷ তুরস্কের ইস্তানবুল শহরে অদূর ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্প হানা দেবে৷

এমন আশঙ্কার মুখে ইস্তানবুলেও বিষয়টি পর্যবেক্ষণ করতে যান শ্রাইবার৷ গবেষণার একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও শ্রাইবারের বিশ্বাস তিনি একদিন ঠিকই পিঁপড়ার মাধ্যমে ভূমিকম্পের সঠিক পূর্বাভাস নির্ণয় করতে পারবেন৷ আর তা অগণিত মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভার বৈ...

আইসিসির এলিট প্যানেলে সৈকত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এল...

কেশবপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর প্রতিনিধ:

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :...

জাহাজ উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য ক...

চট্টগ্রামে কারখানায় ভয়াবহ অগুন

জেলা প্রতিনিধি : চট্টগ্রামে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিক...

ভাড়া নিয়ে হয়রানি করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : ঈদে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের...

ত্রাণ প্রবেশ করতে দিতে ইসরাইলকে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ এড়াত...

প্রেমিককে ডেকে ফেঁসে যান অনন্যা

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বাবা-ম...

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা