নিজস্ব প্রতিবেদক: দায়িত্বে অবহেলার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের পদ থেকে মারুফ কামাল খান সোহেলকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
মারুফ কামালকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া সংক্রান্ত লিখিত চিঠি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে নিয়োজিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি জানান, আদিষ্ট হয়ে এ সংক্রান্ত চিঠি গুলশান কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এক সময়ের বাম রাজনীতির সংগে জড়িত মারুফ কামাল ২০০৯ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সংগে অসহযোগিতার অভিযোগ অনেক পুরনো।
সান নিউজ/টিএস/আরআই
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.