আন্তর্জাতিক

তালেবান হামলায় ২৯ নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের সঙ্গে নিরপত্তাকর্মীদের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তালেবান ও দেশটির সরকারের মধ্যকার শান্তি আলোচনার মধ্যেই দেশটির চারটি প্রদেশে পৃথক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর টোলো নিউজের।

আফগানিস্তানের বালখ, কান্দাহার, তাখার ও কাপিসা প্রদেশে আক্রমণাত্মক হয়ে উঠেছে তালেবান বাহিনী। হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২০ জুন) দেশটির উত্তর-পূর্ব প্রদেশ তাখারে তালেবানের হামলায় তিন পুলিশ ও ছয় আফগান সেনাসদস্য নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন। এছাড়া আফগানিস্তানের কাপিসা প্রদেশে তালেবানের হামলায় নিহত হয়েছে আট নিরাপত্তাকর্মী।

পুলিশ বলছে, রোববার স্থানীয় তাগাব জেলায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চলে সংঘর্ষ। পরে নিহত হয় নিরাপত্তা বাহিনীর আট সদস্য। অন্য সংঘর্ষের ঘটানটি ঘটে বালখ প্রদেশে।

প্রদেশ সরকারের মুখপাত্র মুনির আহমেদ ফরহাদ বলেন, সোমবার (২১ জুন) সকালে স্থানীয় হেওয়াদ জেলায় হামলা চালায় তালেবান। তিন ঘণ্টার এ সংঘর্ষে পাঁচজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। এসময় তিনজনকে বন্দী করে তালেবান।

তালেবানের এবারের হামলার লক্ষ্য কান্দাহার প্রদেশ। সেখানকার হামলায় প্রাণ হারায় সাতজন নিরাপত্তা বাহিনীর সদস্য। প্রদেশ পুলিশের মুখপাত্র জামাল বারিকজাই জানান, রোববার সন্ধ্যায় মারুফ জেলায় এ হামলা চালায় তালেবান।

গত ২৪ ঘণ্টায় চলা সংঘর্ষগুলোয় তালেবানও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের কোন তথ্য প্রকাশ করা হয়নি।

কাতারের দোহায় চলছে তালেবান ও দেশটির মার্কিন সমর্থিত আশরাফ ঘানি সরকারের মধ্যকার শান্তি আলোচনা। গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ শান্তি আলোচনায় গতি এসেছে সম্প্রতি। গত নয় দিন থেকে জোরালোভাবে চলছে সে আলোচনা। কিন্তু এ আলোচনার মধ্যেই নতুন করে হামলা শুরু করেছে তালেবান।

তালেবানের সাম্প্রতিক হামলার পর সোমবার এক টুইট বার্তায় মার্কিন বিশেষদূত জালমাই খলিলজাদ বলেন, তালেবানের সাম্প্রতিক হামলায় শান্তি ফিরবে না আফগানিস্তানে। তিনি তালেবানসহ উভয় পক্ষকে সংঘর্ষ বন্ধ করে কার্যকর শান্তি আলোচনার তাগিদ দেন।

এদিকে রোববার এক বিবৃতিতে আফগানিস্তানে ইসলামি শাসন ব্যবস্থার রূপরেখা দিয়েছে তালেবান। বিবৃতিতে তালেবান জানিয়েছে, তারা আশরাফ ঘানি সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে তালেবান চায় আফগানিস্তানে প্রকৃত ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। যেখানে নারীদের অধিকার থাকবে ধর্মীয়বিধি অনুসারে। এছাড়া বিবৃতিতে আরও বলা হয় প্রকৃত ইসলামি ব্যবস্থাই হতে পারে আফগানিস্তানের একমাত্র সমাধানের পথ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূঞাপুরে জনপ্রিয়তার শীর্ষে ফিরোজ চৌধুরী 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: ২য় ধাপে...

জেলা প্রশাসকের গাড়ি ভাংচুর, যুবক আটক

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি:...

লক্ষ্মীপুরে জনপ্রিয়তার শীর্ষে প্রার্থী আশরাফুল 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে গণসং...

দৌলতখানে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখান...

ভোলার ৩ উপজেলায় ৩৮ জনের মনোনয়ন দাখিল

ভোলা প্রতিনিধি: ২য় ধাপের উপজেলা প...

হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্র...

সোনার দাম কমলো

নিজস্ব প্রতিবেদক: সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব...

আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস

সান নিউজ ডেস্ক: আজ ২৩ এপ্রিল, বিশ...

১০ দিনে ৫ লাখ গাছ লাগা‌বে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহ...

শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা