নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহসীন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।
তিনি বলেন, দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর দিনেই (৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিয়েছিলেন সচিব মোহাম্মদ মোহসীন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি তার করোনা পজিটিভ আসে।
সেলিম হোসেন বলেন, বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক তেমন কোনো জটিলতা না থাকলেও সামান্য কাশি আছে। জ্বর না থাকলেও শরীর একটু দুর্বল।
জানা গেছে, বুধবার মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠকে তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি থাকতে পারেননি।
সান নিউজ/এসএম
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.