অপরাধ

চট্টগ্রাম বন্দরে সাড়ে ৪ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৩০০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউস। শুল্কমুক্ত প্লাস্টিক হ্যাঙ্গার আমদানির আড়ালে এসব সিগারেট আমদানি করেছে ঢাকার ফুলবাড়িয়ার ভার্সেটাইল এটায়ার লিমিটেড।

এই কারসাজির মাধ্যমে ১৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে চেয়েছিল বলে জানান কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোশাররফ হোসেন। শুক্রবার (৪ জুন) সকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান ভারসেটাইল লিমিটেড চীন থেকে ক্লথিং অ্যাক্সেসরিজ (কাপড়ের কাঁচামাল) ঘোষণায় একটি কনটেইনারে ২ লাখ ৪১ হাজার ৫০০ পিস প্লাস্টিক হ্যাঙ্গার আমদানি করে।

চালানটির সব প্রক্রিয়া শেষে খালাসের জন্য যখন পণ্যগুলো কাভার্ডভ্যানে তোলা হচ্ছিল, তখনই খবর পাওয়া যায় সিগারেটের বিষয়টি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বন্দর নিরাপত্তা কর্মকর্তা, অন্য সংস্থার সদস্য ও প্রতিনিধিদের উপস্থিতিতে এআইআর কর্মকর্তা দিয়ে পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষা সময় কাভার্ডভ্যান থেকে সব পণ্য বের করে আনার পর দেখা যায়, কার্টনের ভেতরে বিদেশি তিনটি ব্র্যান্ডের মধ্যে ২০ লাখ এসসি, ২০ লাখ মন্ড ও ২০ লাখ অরিস, মোট ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। যার ওজন ৩ হাজার কেজি। এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট আমদানি করে আনুমানিক প্রায় সাড়ে ১৪ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়। এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলম।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। স...

বিটরুটের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : বিটরুট হচ্ছে এ...

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি : রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আর...

শিব নারায়ণ দাস আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতী...

ঢাকায় আসছেন কাতারের আমির

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফরে প্রথমবারের মতো ঢাকা আসছেন ক...

প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী দেশ...

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

নিজস্ব প্রতিবেদক : চলমান তাপপ্রবাহের মধ্যে শিশু শিক্ষার্থীদে...

গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

ঢাকাগামী চলন্ত লঞ্চে আগুন, আহত ৭

জেলা প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলায় ভোলা থেকে ঢাকাগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা