রাজনীতি

কাউন্সিলর কাশেমের ৭০ হাজার, স্ত্রীর ৪০ লাখ

মাহমুদুল আলম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গত নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে মো. আবুল কাশেম মোল্লা (আকাশ) কাউন্সিলর পদে বিজয়ী হন। নির্বাচনকে সামনে রেখে দেয়া হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত তার অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৭০ হাজার টাকা। আর তার স্ত্রীর ক্ষেত্রে দেখানো হয়েছে ৪০ লাখ টাকা।

হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বি.এ। হলফনামায় স্বাক্ষর করার সময় বা অতীতে কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন কিনা- এই বিষয়ে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নয়’।

এতে তার ব্যবসা / পেশার বিবরণীতে লেখা হয়েছে ‘ফাহাদ এন্টারপ্রাইজ, বাসা নং-১৯, রোড নং-২, সেকশন-৬, ব্লক-বি, মিরপুর, ঢাকা-১২১৬।’ হলফনামায় তার বাৎসরিক আয়ের হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া’এক লাখ ২০ হাজার টাকা এবং ব্যবসা তিন লাখ ২০ হাজার টাকা। আর তার উপর নির্ভরশীলদের আয়ের উৎসে উল্লেখ করা হয়েছে ‘শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত’চার লাখ ৮০ হাজার টাকা। এছাড়া আয়ের উৎসের সব বিষয়েই লেখা আছে ‘প্রযোজ্য নয়’। বিষয়গুলো হচ্ছে বাড়ি ভাড়া, পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন পরামর্শক ইত্যাদি), চাকুরি ও অন্যান্য।

প্রার্থীর পরিসম্পদে তার নগদ টাকা দেখানো হয়েছে ২৮ লাখ ৭২ হাজার ৭৯৮ টাকা। এক্ষেত্রে তার স্ত্রী ও তার উপর নির্ভরশীলদের ঘরে লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়’। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ প্রার্থীর এবং তার স্ত্রীর ক্ষেত্রে দেখানো হয়েছে যথাক্রমে ৭০ হাজার এবং ৪০ লাখ টাকা। বাস,ট্রাক, মটরগাড়ী, লঞ্চ, স্টিমার, বিমান ও মটরসাইকেল ইত্যাদির বিবরণীতে তার ঘরে লেখা আছে ‘প্রযোজ্য নয়’। আর তার স্ত্রীর হিসেবে উল্লেখ করা আছে- নোয়া মাইক্রোবাস- ঢাকা মেট্রো-চ-৫১-৭১২৪। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদির ঘরে নিজের এবং তার স্ত্রীর ঘরে লেখা হয়েছে যথাক্রমে ‘৩৫ ভরি স্বর্ণ’ এবং ‘১০ ভরি’। ইলেক্ট্রনিক সামগ্রী এবং আসবাবপত্র বিষয়ে তার ঘরে লেখা আছে- ১টি রঙিন টিভি, ১টি ফ্রিজ, ১টি কম্পিউটার, ২টি খাট, ২টি সোফা, ১ সেট ডাইনিং টেবিল ইত্যাদি। আর তার স্ত্রী এবং প্রার্থীর উপর নির্ভরশীলদের ঘরে লেখা আছে ‘প্রযোজ্য নয়’। অন্যান্য বিষয়ে তার ঘরে লেখা হয়েছে ‘আনুমানিক ৩৫ হাজার টাকার ক্রোকারিজ’। এছাড়া পরিসম্পদের কিছু বিষয়ে প্রার্থীর নিজের, তার স্ত্রীর এবং প্রার্থীর উপর নির্ভরশীলদের ঘরে লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়।’ বিষয়গুলো হলো বৈদেশিক মুদ্রা, ‘বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানীর শেয়ার’ এবং ‘পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ’।

পরিসম্পদ বিষয়ে হলফনামায় তার অকৃষি জমি উল্লেখ করা হয়েছ সোয়া দুই শতক। এক্ষেত্রে তার স্ত্রী এবং প্রার্থীর উপর নির্ভরশীলদের হিসেবে লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়।’ তাছাড়া স্থাবর সম্পদের অন্যান্য বিষয়েও তাদের সবার ক্ষেত্রে লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়’। বিষয়গুলো হচ্ছে- কৃষি জমি, ‘দালান, আবাসিক/বাণিজ্যিক’, বাড়ি/এপার্টমেন্ট, চা বাগান, রাবার বাগান, মৎস খামার ও অন্যান্য।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর এই হলফনামায় স্বাক্ষর করেন মো: আবুল কাশেম মোল্লা (আকাশ)। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হন তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, য...

মিয়ানমারের সেনাদের ফেরত পাঠাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্র...

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবি, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার দক্ষিণের জেরবা দ্বীপের উপকূলে...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্...

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা