আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার ১০ দিন পর মারা গেলেন দীপক মারয়াই (৪২) নামে ভারতের ভোপালের এক স্বেচ্ছাসেবকের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দীপক মারয়াই বিষক্রিয়ায় মারা গেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস’র এক প্রতিবেদনে জানা যায়, এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে করোনা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভোপালের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওরে। এর কারণ বিষক্রিয়া।
মধ্যপ্রদেশের মেডিকো লিগ্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর ডা. অশোক শর্মা জানিয়েছেন, ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যু আসল কারণ।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ভ্যাকসিন নেন দীপক। ১৭ ডিসেম্বর তিনি অসুস্থবোধ করেন ও ২১ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এদিকে, ভারতে করোনার টিকা দেওয়া শুরু হবে আগামী ১৬ জানুয়ারি।
সান নিউজ/এসএম
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.