নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রস্তুতকৃত সংক্ষিপ্ত সিলেবাস আজ সোমবার ২৫ জানুয়ারি প্রকাশ করা হতে পারে বলে ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে সচিবালয়ে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সংক্ষিপ্ত সিলেবাস চূড়ান্ত করা হবে। এরপর সেটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, এনসিটিবি এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সেটি প্রায় চূড়ান্ত। সোমবার আমরা এটি হাতে পাবো। এটি পাওয়া মাত্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সান নিউজ/এসএ
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.