বিনোদন ডেস্ক : বেলি ড্যান্স শিখবেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মুম্বাইয়ে আংশিকভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে আবারো ঘরবন্দি অভিনয়শিল্পীরা। তবে ঘরে বসে সময় নষ্ট করতে চান না রাখি। এই সময়ে কত্থক ও বেলি ড্যান্স শিখবেন তিনি।
মঙ্গলবার (৬ এপ্রিল) জিম থেকে বের হওয়ার পর ফটো সাংবাদিকদের মুখোমুখি হন রাখি। লকডাউনে কী করবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি চুপ করে ঘরে বসে থাকার মানুষ নই। কত্থক ও বেলি ড্যান্স শিখব।’ এরপর স্বভাবসুলভ মজার ছলে বলেন, ‘এমন নাচ নাচব যে বিল্ডিং কেঁপে উঠবে। নাচের তালে বিল্ডিংয়ের করোনা রোগীরা ভালো হয়ে যাবে।’
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের এবারের আসরে ছিলেন রাখি। বিজয়ীর ট্রফি হাতে না তুলতে পারলেও পুরোটা সময়ই বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন বলিউডের ‘ড্রামা কুইন’।
এদিকে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা ভিকি কৌশল। ভিকি ও রাখি একই জিমে শরীরচর্চা করেন। এই অভিনেতার করোনার খবরে রাখি বলেন, ‘আপনি আমার খুবই ভালো বন্ধু। জিমে আপনাকে খুব মিস করছি। এত ভালো জিম করেন, শারীরিক গড়ন এত চমৎকার এবং পায়ের ব্যয়ামও খুব সুন্দরভাবে করেন। কিন্তু দেখুন আজ আমি জিমে কিন্তু আপনি নেই। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’
সান নিউজ/এম
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.