নিজস্ব প্রতিবেদক : বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে পরিশোধের সময় বাড়াতে কিংবা পুনঃঅর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন নিতে হবে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, বিডা ও বস্ত্র অধিদফতরে নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য এ শর্ত মানতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, আমদানি দায় পরিশোধ সময় পূর্তির এক মাস আগে বিডাতে আবেদন করতে হবে। এছাড়া বিদেশি সরবরাহকারী কিংবা ঋণদানকারী প্রতিষ্ঠান এক বছরের অতিরিক্ত সময় কিংবা উক্ত অতিরিক্ত সময়ের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা স্থানীয় আমদানিকারককে দেবে।
বিডার বেসরকারি খাতের বৈদেশিক ঋণ বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নির্দেশনাটি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সাননিউজ/আরএম/বিএস
Newsletter
Subscribe to our newsletter and stay updated.