খেলা

মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোববার রাতে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বার্সেলোনা। পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া গোলে তারা ৩-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। এই জয়ে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকলো কাতালানরা।

৩৪ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭৪ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর ৭৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে শীর্ষে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বার্সা। বিরতির পর উল্টো ৫০ মিনিটে পিছিয়ে পরে তারা। এ সময় ভ্যালেন্সিয়ার গ্যাব্রিয়েল গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি বার্সা। ৫৭ মিনিটে সমতা ফেরায় তারা। এ সময় পেনাল্টি পায় কাতালানরা। পেনাল্টি থেকে মেসি গোল করতে ব্যর্থ হন। কিন্তু গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল বামদিক থেকে আবার পেয়ে যান। এরপর জালে জড়ান।

৬৩ মিনিটে ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের ক্রস থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন আঁতোয়ান গ্রিজমান। আর ৬৯ মিনিটে মেসি তার জোড়া গোল পূর্ণ করলে বার্সেলোনা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। অবশ্য ৮৩ মিনিটে ভ্যালেন্সিয়ার কার্লোস সোলের ডি বক্সের বাইরে থেকে আচানক নেওয়া শটে দারুণ এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু শেষ পর্যন্ত তারা আর হার এড়াতে পারেনি।

৮ মে বার্সেলোনা শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর দুটি দলেরই শিরোপা জয়ের বিষয়টি নির্ভর করছে। যে দল জিতবে তারা শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাবে। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতলে বার্সার চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে। বার্সা জিতলে ১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখলে নিবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার সদর ইউনিয়...

শরীয়তপুরে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভে...

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

চলমান যুদ্ধ পরিস্থিতি নজর রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে সৃষ্...

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি জনজীবন...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান...

টাঙ্গাইল শহরে কক‌টেল বি‌স্ফোরণ

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল শহ‌রের বি‌ভিন্ন প‌য়ে...

হবিগঞ্জে বাসচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: হবিগঞ্জে বাসচাপায় পিকআপচালক ও হেলপার নিহত হয়...

খাদ্যপণ্যের ১২ গুদামে  আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরে বাজারে খাদ্যপণ্যের ১০-১২টি গুদাম আগ...

৬ জেলায় তীব্র তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদন: তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে দেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা