আন্তর্জাতিক

গত বছর নিউমোনিয়ায় আক্রান্তদের নমুনা পরীক্ষার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৭ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের। এমন পরিস্থিতিতে চীনের ঘোষণা দেওয়ার আগেই কোনো দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল কিনা জানতে গত বছরের শেষ দিকে নিউমোনিয়ায় আক্রান্তদের নমুনা নতুন করে পরীক্ষার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার (০৫ মে) জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বিভিন্ন দেশের প্রতি এ আহ্বান জানান।

ফ্রান্সের এক চিকিৎসক মঙ্গলবার জানিয়েছেন, গত ২৭ ডিসেম্বর প্যারিসে প্রথম কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অথচ গত বছরের ৩১ ডিসেম্বর চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রথম করোনার প্রাদুর্ভাবের কথা জানায়। পরবর্তীতে এটি বিভিন্ন দেশে ছড়াতে শুরু করে। ধারণা করা হচ্ছিল ইউরোপে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ শুরু হয়। তবে ফ্রান্সের ওই চিকিৎসকের বক্তব্যের পর বোঝা যাচ্ছে, ইউরোপে করোনা সংক্রমণের যে সময়ে শুরু হয়েছিল বলে এর আগে ধারণা করা হচ্ছিল, তারও অন্তত এক মাস আগে এই অঞ্চলে এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়।

এ ব্যাপারে ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ‘এটা সবকিছুর নতুন একটি চিত্র দিচ্ছে। এই অনুসন্ধান কোভিড-১৯ এর ভাইরাসের সম্ভাব্য সংবহন ভালোভাবে বুঝতে সাহায্য করবে।’

তিনি অন্যান্য দেশগুলোকে ২০১৯ সালের শেষ দিকে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের নমুনাগুলো নতুন করে পরীক্ষার আহ্বান জানান।

লিন্ডমেয়ার বলেন, নমুনাগুলো পুনরায় পরীক্ষা করা হলে আগে আক্রান্তের বিষয়টি প্রকাশ পেতে পারে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাধীনতা দিবস ছাত্রলীগের ইফতার বিতরণ 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

লক্ষ্মীপুরে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি:...

রামগড়ে গাঁজাসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে আট...

ত্রিশালে নতুন করে ত্রাস সৃষ্টি করছে কিশোর গ্যাং

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার...

জাহাজ উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য ক...

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :...

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাট...

ভোলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা 

ভোলা প্রতিনিধি: ভোলায় বঙ্গবন্ধু স...

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিএসএফে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা